Ajker Patrika

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
পুড়ে যাওয়া খড়ের গাদা। ছবি: আজকের পত্রিকা
পুড়ে যাওয়া খড়ের গাদা। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন। দুর্বৃত্তরা রাতে ওই তিনটি গাদায় আগুন ধরিয়ে দেয়, সকালে বিষয়টি টের পাওয়ার আগে তিনটি খড়ের গাদাই পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক শাজাহান আলী বলেন, ‘বাড়ির পাশে একটি ফাঁকা খলায় আমারসহ আরও তিনজনের খরের গাদা রাখা ছিল। সকালে উঠে দেখি সব কটি গাদা পুড়ে ছাই হয়ে গেছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘কৃষকের খরের গাদায় আগুনের বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরেও ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত