ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দোকানে ফেরত দেওয়া কাপড়ের বকেয়া টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। শহরের কলাবাগান মোড়ের দোকানিরা তার উপর হামলা করেন বলে অভিযোগ। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বুধবার দুপুরে ২০ জনকে আটক করেছে পুলিশ।
আহত ফিরোজ হোসেন ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত আছেন। তিনি খুলনার তেরখাদার জয়সেনা গ্রামের আকবর আলীর ছেলে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগের কাপড় কেনা নিয়ে ঘটনার সূত্রপাত। দুপুরে আমি ওই দোকানে গিয়ে বলি, তোরা এমন করছিস কেন আমার সঙ্গে? এ কথা শুনেই দোকান মালিক আসলামসহ আরও অনেকে মিলে আমাকে মারধর করে।’
ফিরোজের দাবি, কয়েক দিন আগে আসলামের ছেলের কাছ থেকে স্ত্রীর জন্য ২৫০ টাকায় কাপড় কেনেন ফিরোজ। কিন্তু ‘কম দামে বিক্রি হয়েছে’ বলে হঠাৎ আসলাম কাপড়টি ফেরত নেন। কিন্তু কাপড়ের টাকা ফেরত না দিয়ে কয়েকদিন পরে আসতে বলেন। গত সোমবার ফিরোজ দোকানে টাকা ফেরত চান।
এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক আসলাম হোসেন ও তাঁর ছেলে রফি এবং পাশে থাকা গাবু, জিল্লুসহ বেশ কয়েকজন লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন বলে ফিরোজের অভিযোগ। তিনি পাশের চায়না বেগমের দোকানে আশ্রয় নিলে সেখানেও মারধর করেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশের দোকানি চায়না বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দোকান থেকে একটা পোশাকের দাম করে পুলিশের ওই ব্যক্তি রাস্তায় বের হয়ে ঘোরাঘুরি করছিল। এরপরই দেখি তাকে আসলাম, জিল্লুসহ বেশ কিছু মানুষ মারধরর করছে। আমার দোকানের ভেতরেও মারছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহনাজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিরোজ হোসেনের হাত, মুখ এবং চোখে আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থা খুব গুরুতর খারাপ নেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
ঝিনাইদহে দোকানে ফেরত দেওয়া কাপড়ের বকেয়া টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। শহরের কলাবাগান মোড়ের দোকানিরা তার উপর হামলা করেন বলে অভিযোগ। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বুধবার দুপুরে ২০ জনকে আটক করেছে পুলিশ।
আহত ফিরোজ হোসেন ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত আছেন। তিনি খুলনার তেরখাদার জয়সেনা গ্রামের আকবর আলীর ছেলে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগের কাপড় কেনা নিয়ে ঘটনার সূত্রপাত। দুপুরে আমি ওই দোকানে গিয়ে বলি, তোরা এমন করছিস কেন আমার সঙ্গে? এ কথা শুনেই দোকান মালিক আসলামসহ আরও অনেকে মিলে আমাকে মারধর করে।’
ফিরোজের দাবি, কয়েক দিন আগে আসলামের ছেলের কাছ থেকে স্ত্রীর জন্য ২৫০ টাকায় কাপড় কেনেন ফিরোজ। কিন্তু ‘কম দামে বিক্রি হয়েছে’ বলে হঠাৎ আসলাম কাপড়টি ফেরত নেন। কিন্তু কাপড়ের টাকা ফেরত না দিয়ে কয়েকদিন পরে আসতে বলেন। গত সোমবার ফিরোজ দোকানে টাকা ফেরত চান।
এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক আসলাম হোসেন ও তাঁর ছেলে রফি এবং পাশে থাকা গাবু, জিল্লুসহ বেশ কয়েকজন লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন বলে ফিরোজের অভিযোগ। তিনি পাশের চায়না বেগমের দোকানে আশ্রয় নিলে সেখানেও মারধর করেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশের দোকানি চায়না বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দোকান থেকে একটা পোশাকের দাম করে পুলিশের ওই ব্যক্তি রাস্তায় বের হয়ে ঘোরাঘুরি করছিল। এরপরই দেখি তাকে আসলাম, জিল্লুসহ বেশ কিছু মানুষ মারধরর করছে। আমার দোকানের ভেতরেও মারছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহনাজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফিরোজ হোসেনের হাত, মুখ এবং চোখে আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থা খুব গুরুতর খারাপ নেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।
১৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা শুরুর আগে কিছু ছাত্র স্কুলমাঠে গিয়ে প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় খেলা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার দুই স্কুলের মধ্যে ফুটবল সেমিফাইনাল হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খেলা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেকমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। তাঁরা দুজনই ওই নারীকে স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায়। আর তাই দেখতে ভিড় জমে উৎসুক মানুষদের। খবর পেয়ে পুলিশ তিনজনকেই নিয়ে যায় থানায়।
১৯ মিনিট আগেসিলেটে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ছয়জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
১ ঘণ্টা আগে