Ajker Patrika

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি চুল্লি ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এই অভিযান চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এই অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এ বিষয়ে ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশদূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় চুল্লির দায়িত্বে থাকা ম্যানেজার মো. সেলিম হাওলাদারের কাছ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় ওই দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...