ঝালকাঠি প্রতিনিধি
চুরির অপবাদে স্কুল পড়ুয়া দুই শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের কারণ জানতে চাওয়ায় ঝালকাঠির রাজাপুরে বাবা–মাসহ পাঁচজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার রোলা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে অভিযুক্তরা ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়।
আহতরা হলেন–শিশুদের বাবা (৩৬), মা (৩০) ও দাদি (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
তারা জানান, গত শনিবার রোলা গ্রামের স্কুল সংলগ্ন এলাকায় ওই দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় মুছা (১৬) নামে একজন শিশুদের ডেকে স্থানীয় জাকির মোল্লার দোকানের দরজা (জাপ) খুলে ভেতর থেকে টালিখাতা বের করায়।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুদের আটকায়। তখন মুছা নিজের দায় এড়াতে তাদের সঙ্গে দুই শিশুকে চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।
পরে স্থানীয় লিটু মেম্বর মুছাসহ দুই শিশুকে ছয় হাজার করে ১৮ হাজার টাকা জরিমানা করেন। নাম বলায় শিশুদের স্কুলে আসা–যাওয়ার সময় মারধর করত মুছা। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারা।
আজ সোমবার মারধরের কারণ জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মুছা, তার ভাই ইসান (১৯) ও বাবা শাহ জামাল (৪৫) শিশুদের বাবা, মা, দাদিসহ পরিবারের পাঁচ সদস্যদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল (৬০) জানান, হামলাকারীরা প্রায় আধা কিলোমিটার দূর থেকে এসে শিশুদের বাড়িতে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য ভুক্তভোগী পরিবারের লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভাঙার চেষ্টা করে এবং তাদের হত্যার হুমকি দেয়।’
রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আসলাম হোসেন লিটু বলেন, ‘কাউকে জরিমানা করা হয়নি। শিশুদের পরিবারের কাছে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছিল।’
অভিযোগের বিষয়ে জানাতে অভিযুক্ত শাহ জামালের বাড়িতে গেলে ঘরে তালাবন্ধ দেখা যায়। এ সময় তার ভাই রুহুল আমিন বলেন, ‘শিশুদের মারধরের বিষয়টি দুঃখজনক। শাহ জামাল ও ইসান, মুছা বাড়িতেই ছিল, হয়তো কোথাও গেছে।’ তারা মারধর করেছে তিনি তা জানেন না।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ আহতরা থানায় এসে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিক এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চুরির অপবাদে স্কুল পড়ুয়া দুই শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের কারণ জানতে চাওয়ায় ঝালকাঠির রাজাপুরে বাবা–মাসহ পাঁচজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার রোলা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে অভিযুক্তরা ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়।
আহতরা হলেন–শিশুদের বাবা (৩৬), মা (৩০) ও দাদি (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
তারা জানান, গত শনিবার রোলা গ্রামের স্কুল সংলগ্ন এলাকায় ওই দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় মুছা (১৬) নামে একজন শিশুদের ডেকে স্থানীয় জাকির মোল্লার দোকানের দরজা (জাপ) খুলে ভেতর থেকে টালিখাতা বের করায়।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুদের আটকায়। তখন মুছা নিজের দায় এড়াতে তাদের সঙ্গে দুই শিশুকে চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।
পরে স্থানীয় লিটু মেম্বর মুছাসহ দুই শিশুকে ছয় হাজার করে ১৮ হাজার টাকা জরিমানা করেন। নাম বলায় শিশুদের স্কুলে আসা–যাওয়ার সময় মারধর করত মুছা। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারা।
আজ সোমবার মারধরের কারণ জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মুছা, তার ভাই ইসান (১৯) ও বাবা শাহ জামাল (৪৫) শিশুদের বাবা, মা, দাদিসহ পরিবারের পাঁচ সদস্যদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল (৬০) জানান, হামলাকারীরা প্রায় আধা কিলোমিটার দূর থেকে এসে শিশুদের বাড়িতে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য ভুক্তভোগী পরিবারের লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভাঙার চেষ্টা করে এবং তাদের হত্যার হুমকি দেয়।’
রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আসলাম হোসেন লিটু বলেন, ‘কাউকে জরিমানা করা হয়নি। শিশুদের পরিবারের কাছে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছিল।’
অভিযোগের বিষয়ে জানাতে অভিযুক্ত শাহ জামালের বাড়িতে গেলে ঘরে তালাবন্ধ দেখা যায়। এ সময় তার ভাই রুহুল আমিন বলেন, ‘শিশুদের মারধরের বিষয়টি দুঃখজনক। শাহ জামাল ও ইসান, মুছা বাড়িতেই ছিল, হয়তো কোথাও গেছে।’ তারা মারধর করেছে তিনি তা জানেন না।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ আহতরা থানায় এসে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিক এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা মিছিল নিয়ে এসে দরবার শরীফে হামলা চালালে, নুরাল পাগলের ভক্তরা এর পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। এ সময় পুলিশের ওপর হামলা...
২২ মিনিট আগেআরেক স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, "সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সবাই তাকে ভয় পায়। মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত। সে প্রকাশ্যে চার রাউন্ড ফাঁকা গুলি করে। পরে জনতা ধাওয়া করলে সে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৪৩ মিনিট আগেযশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি সীমান্তে অবস্থান করছিলেন। শুক্রবার (৫ সেপ্টম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর..
১ ঘণ্টা আগেউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নে বর্তমানে ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক মাছের ঘেরে অমৌসুমী তরমুজ চাষ করেছেন। কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপন ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি জমি নষ্ট...
২ ঘণ্টা আগে