Ajker Patrika

যশোরে বর্ধিত সভায় ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে হট্টগোল-হাতাহাতি

যশোর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১: ২৭
যশোরে বর্ধিত সভায় ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে হট্টগোল-হাতাহাতি

যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দু-পক্ষের মধ্যে হট্টগোল-হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতলবিশিষ্ট অডিটোরিয়াম থেকে হুড়োহুড়ি করে অনেকেই বাইরে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদের অডিটোরিয়ামে এই হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে শেখ হাসিনার দলীয় জনসভা সফল করতে বর্ধিত সভার আয়োজন করে যশোর জেলা ছাত্রলীগ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর আগামী ২৪ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে রোববার সন্ধ্যায় বর্ধিত সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। যশোর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় বিকেল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে মিছিল সহকারে উপস্থিত হন সভাস্থলে। একপর্যায়ে মিলনায়তনে প্রবেশ নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। 

হাতাহাতিটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অডিটোরিয়ামের ভেতর থেকে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যে ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি দাবি করে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। আমাদের অনুষ্ঠানকে কেউ বিতর্কিত করতে এমন অপপ্রচার চালাচ্ছে।’ 

অন্যদিকে হট্টগোল-হাতাহাতির একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে রয়েছে-এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘এই অনুষ্ঠানের আগে জেলা যুবলীগের বর্ধিত সভার প্যানা টাঙানো নিয়ে মারামারি হয়েছিল। সেই ভিডিওটা ওই ঘটনার হতে পারে। আমাদের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে হয়েছে।’ 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা ছাত্রলীগের দুই নেতা বলেন, ‘তেমন কিছু না। ওঠা নামা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক এসে নিয়ন্ত্রণ আনে।’ 

নিরাপত্তার দায়িত্বে থাকা যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘তেমন কিছু না। নিউজ করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে একটু ঠেলাঠেলি হয়েছে, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছিল।’ 

এদিকে ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার প্রায় ৪০ মিনিট পর বর্ধিত সভায় উপস্থিত হন সভার প্রধান অতিথি বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। 

প্রায় ৪০ মিনিট পর বর্ধিত সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন প্রধান অতিথি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, ‘আগামী ২৪ নভেম্বর যশোরের সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। যশোরের স্টেডিয়াম জনমানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে। আপনারা খেয়াল করবেন, কয়েক মাসে বিএনপি কয়েকটি বিভাগীয় সমাবেশ করেছে। সেখানে অল্প সংখ্যক নেতা-কর্মী নিয়ে সমাবেশ করলেও বিএনপির কিছু এজেন্ডা বাস্তবায়নকারীরা সমাবেশের ছবি এডিট করে জনসমাগম দেখিয়েছে। আসলেই তাদের প্রোগ্রামগুলোতে তেমন লোক হয়নি। যশোরের সমাবেশে জনসমুদ্রে পরিণত করার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে দেব আওয়ামী লীগ জনগণের দল। তারা মাঠের রাজনীতি করে।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের পরিচালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত