যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদে জন্মসনদ নিতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সেবা গ্রহীতাদের। ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্দুল আলিম নিয়ম-নীতির তোয়াক্কা না করে সনদ প্রতি সরকারি খরচের তিনগুণ টাকা নিচ্ছেন। পরিষদে যোগদানের পর থেকে ৬ মাস ধরে তিনি এভাবে সেবা গ্রহীতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ আছে।
অভিযোগ রয়েছে জন্মসনদে সরকারি খরচ দুই বছরের নিচের জন্য ২৫ টাকা ও তার ওপরের বয়সীদের জন্য ৫০ টাকা সরকারি খরচ নির্ধারণ করা হলেও সচিব প্রতি সনদে ১২০-১৫০ টাকা নিচ্ছেন। এ ছাড়া জন্মসনদের ত্রুটি সংশোধনের জন্য সরকারি খরচ ১০০ টাকার পরিবর্তে সচিব আব্দুল আলিম ২৫০-৩০০ টাকা নিচ্ছেন।
ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গত ১০ অক্টোবর (সোমবার) সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ঘুরে অভিযোগের সত্যতা মিলেছে। এ প্রতিবেদকের সামনে অন্তত ১০ জনের কাছ থেকে তিনি বাড়তি টাকা নিয়েছেন।
যারা পরিষদের বাইরে থেকে জন্ম সনদের আবেদন করে জমা দিচ্ছেন তাঁদের কাছ থেকেও নির্ধারিত ফির তিনগুণ টাকা নিচ্ছেন সচিব।
মামুদকাটি গ্রামের কলেজছাত্র আব্দুর রহমান বলেন, ‘আমার, বাবা ও মার তিনজনের জন্ম সনদের জন্য বাইরে থেকে আবেদন করে খেদাপাড়া ইউনিয়ন পরিষদে জমা দিছি। সচিব আমারটায় ১৫০ টাকা, বাবার টার জন্য ১৩০ টাকা ও মায়ের জন্য ১২০ টাকা নেছে।’
একই গ্রামের ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ‘আমার ২ বছরের কম বয়সী মেয়ের সনদ বের করার জন্য বাইরে থেকে আবেদন করে পরিষদে জমা দিছি। সচিব ১৫০ টাকা চাইছে। অনুরোধের পর ২০ টাকা কম নেছে।’
অভিযোগ রয়েছে ইউপি সচিবের কথা মত কাজ না করলে সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। টাকা কম দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ফাইল ছুড়ে ফেলেন। আবেদন জমা দেওয়ার সময় টাকা কম দিলে সচিব খাতায় লিখে রাখেন। পরে সনদ আনতে গেলে সেই টাকা নেন তিনি।
এ ছাড়া টাকাসহ আবেদন জমা দেওয়ার পর ফাইল হারানোর কথা বলে দ্বিতীয়বার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আলিমের বিরুদ্ধে। কাশিপুর গ্রামের সুমাইয়া খাতুন বলেন, ‘আমার স্বামী মোবাইদুল হোসেনের জন্ম সনদের জন্য ৫ মাস আগে কাগজপত্রসহ সচিবের কথামত টাকা দিছি। কদিন পরে সনদ আনতে গেলে সচিব বলেছে, ফাইল পাওয়া যাচ্ছে না। পরে আবার নতুন করে কাগজপত্র ও টাকা দিয়ে সনদ করানো লেগেছে।’
জন্মসনদে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার হোসেন বলেন, ‘দুমাস আগে পরিষদে সভা করে জন্মসনদের নতুন আবেদনের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
ইউপি সচিব আব্দুল আলিম বলেন, ‘বাইরে থেকে আবেদন করে আনলেও সনদ বের করতে উদ্যোক্তাদের ৫০ টাকা করে দিতে হয়। এ ছাড়া কাগজ কালির দাম বেড়েছে। এ জন্য বেশি টাকা নেওয়া হয়।’
খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘জন্মসনদের নতুন আবেদনে ১০০ টাকা নেওয়ার কথা। সচিব কত নিচ্ছেন বলতে পারব না। আলোচনা করে ঠিক করে দেব।’
জানতে চাইলে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হুসাইন শওকত বলেন, ‘বাইরে থেকে আবেদন করলে জন্মসনদে সরকারি ফির বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিবের বিষয়ে খোঁজ নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদে জন্মসনদ নিতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সেবা গ্রহীতাদের। ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্দুল আলিম নিয়ম-নীতির তোয়াক্কা না করে সনদ প্রতি সরকারি খরচের তিনগুণ টাকা নিচ্ছেন। পরিষদে যোগদানের পর থেকে ৬ মাস ধরে তিনি এভাবে সেবা গ্রহীতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ আছে।
অভিযোগ রয়েছে জন্মসনদে সরকারি খরচ দুই বছরের নিচের জন্য ২৫ টাকা ও তার ওপরের বয়সীদের জন্য ৫০ টাকা সরকারি খরচ নির্ধারণ করা হলেও সচিব প্রতি সনদে ১২০-১৫০ টাকা নিচ্ছেন। এ ছাড়া জন্মসনদের ত্রুটি সংশোধনের জন্য সরকারি খরচ ১০০ টাকার পরিবর্তে সচিব আব্দুল আলিম ২৫০-৩০০ টাকা নিচ্ছেন।
ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গত ১০ অক্টোবর (সোমবার) সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ঘুরে অভিযোগের সত্যতা মিলেছে। এ প্রতিবেদকের সামনে অন্তত ১০ জনের কাছ থেকে তিনি বাড়তি টাকা নিয়েছেন।
যারা পরিষদের বাইরে থেকে জন্ম সনদের আবেদন করে জমা দিচ্ছেন তাঁদের কাছ থেকেও নির্ধারিত ফির তিনগুণ টাকা নিচ্ছেন সচিব।
মামুদকাটি গ্রামের কলেজছাত্র আব্দুর রহমান বলেন, ‘আমার, বাবা ও মার তিনজনের জন্ম সনদের জন্য বাইরে থেকে আবেদন করে খেদাপাড়া ইউনিয়ন পরিষদে জমা দিছি। সচিব আমারটায় ১৫০ টাকা, বাবার টার জন্য ১৩০ টাকা ও মায়ের জন্য ১২০ টাকা নেছে।’
একই গ্রামের ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ‘আমার ২ বছরের কম বয়সী মেয়ের সনদ বের করার জন্য বাইরে থেকে আবেদন করে পরিষদে জমা দিছি। সচিব ১৫০ টাকা চাইছে। অনুরোধের পর ২০ টাকা কম নেছে।’
অভিযোগ রয়েছে ইউপি সচিবের কথা মত কাজ না করলে সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। টাকা কম দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ফাইল ছুড়ে ফেলেন। আবেদন জমা দেওয়ার সময় টাকা কম দিলে সচিব খাতায় লিখে রাখেন। পরে সনদ আনতে গেলে সেই টাকা নেন তিনি।
এ ছাড়া টাকাসহ আবেদন জমা দেওয়ার পর ফাইল হারানোর কথা বলে দ্বিতীয়বার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আলিমের বিরুদ্ধে। কাশিপুর গ্রামের সুমাইয়া খাতুন বলেন, ‘আমার স্বামী মোবাইদুল হোসেনের জন্ম সনদের জন্য ৫ মাস আগে কাগজপত্রসহ সচিবের কথামত টাকা দিছি। কদিন পরে সনদ আনতে গেলে সচিব বলেছে, ফাইল পাওয়া যাচ্ছে না। পরে আবার নতুন করে কাগজপত্র ও টাকা দিয়ে সনদ করানো লেগেছে।’
জন্মসনদে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার হোসেন বলেন, ‘দুমাস আগে পরিষদে সভা করে জন্মসনদের নতুন আবেদনের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
ইউপি সচিব আব্দুল আলিম বলেন, ‘বাইরে থেকে আবেদন করে আনলেও সনদ বের করতে উদ্যোক্তাদের ৫০ টাকা করে দিতে হয়। এ ছাড়া কাগজ কালির দাম বেড়েছে। এ জন্য বেশি টাকা নেওয়া হয়।’
খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘জন্মসনদের নতুন আবেদনে ১০০ টাকা নেওয়ার কথা। সচিব কত নিচ্ছেন বলতে পারব না। আলোচনা করে ঠিক করে দেব।’
জানতে চাইলে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হুসাইন শওকত বলেন, ‘বাইরে থেকে আবেদন করলে জন্মসনদে সরকারি ফির বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিবের বিষয়ে খোঁজ নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে