Ajker Patrika

গলায় পোচ দিয়ে কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকার ব্যাগ ছিনতাই

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।

আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’

আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...