প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাহমুদপুর, কুলিয়া, ঘোষেরপাড়া, আদ্রা ও ঝাউগড়া ইউনিয়নের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে শঙ্কায় আছেন উপজেলার কৃষকেরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বন্যার পানি বৃদ্ধির ফলে শুধু মেলান্দহ উপজেলার ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান ডুবে গেছে। উপজেলায় আমন চাষ হয়েছে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ১৬ হাজার ৮০০ হেক্টর জমি।
সরেজমিনে মাহমুদপুর ইউনিয়নের পূর্ব মাহমুদপুর এলাকায় দেখা যায়, আমন ধানের খেতগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের উঁচু জমিগুলোও তলিয়ে যাবে।
মাহমুদপুর এলাকার কৃষক জালাল মিয়া বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ধানখেত তলিয়ে গেছে। প্রতিদিনই অল্প অল্প করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ এলাকার প্রায় সবাই ধান লাগিয়েছিল। সবগুলো জমি পানিতে তলিয়ে গেছে। এখন উঁচু ধানখেতগুলো ডুবে যাচ্ছে।’
একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘ধানখেত সম্পূর্ণ তলিয়ে গেছে আমার। সামান্য একটু বীজতলা ছিল, তা-ও তলিয়ে গেছে, চিন্তায় আছি কী করব। বন্যা চলে গেলে আবার নতুন করে ধান লাগাতে পারব কি না জানি না। এখনো প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে।’
ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক আবদুল্লাহ বলেন, ‘এ ইউনিয়নে প্রায় তিন দিন আগেই সবার আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এখন বীর এলাকায় পানি ঢুকে পড়েছে। বীর এলাকায় আমন ধান আগে লাগানো শুরু হয়। আর দু-এক দিন পানি বৃদ্ধি পেলে এ এলাকার কাঁচা সড়কগুলো তলিয়ে যাবে।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, এ ইউনিয়নে সকল ফসলের জমি তলিয়ে গিয়েছে। উপজেলার সবচেয়ে নিচু জায়গা এ ইউনিয়ন। হালকা পানি হলেও তলিয়ে যায়। আর দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পেলে রাস্তাঘাট ডুবে যাবে। দুর্ভোগে পড়বে হাজারো মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলায় ১৫ হাজার ৯০০ হেক্টর আমন ধান লাগানো হয়েছে। ৮২০ হেক্টর আমন জমি তলিয়ে গেছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হবে। তবে বন্যার পানি নেমে গেলে রোপা আমন ধান ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। প্রতিদিনের ক্ষয়ক্ষতি প্রতিবেদন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে উপজেলার বন্যার্তদের সহযোগিতার জন্য প্রথমবার প্রতিবেদন পাঠিয়েছি। আজ আবার প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে উপজেলায় বন্যার্তদের জন্য ত্রাণ আসবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাহমুদপুর, কুলিয়া, ঘোষেরপাড়া, আদ্রা ও ঝাউগড়া ইউনিয়নের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে শঙ্কায় আছেন উপজেলার কৃষকেরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বন্যার পানি বৃদ্ধির ফলে শুধু মেলান্দহ উপজেলার ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান ডুবে গেছে। উপজেলায় আমন চাষ হয়েছে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ১৬ হাজার ৮০০ হেক্টর জমি।
সরেজমিনে মাহমুদপুর ইউনিয়নের পূর্ব মাহমুদপুর এলাকায় দেখা যায়, আমন ধানের খেতগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের উঁচু জমিগুলোও তলিয়ে যাবে।
মাহমুদপুর এলাকার কৃষক জালাল মিয়া বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ধানখেত তলিয়ে গেছে। প্রতিদিনই অল্প অল্প করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ এলাকার প্রায় সবাই ধান লাগিয়েছিল। সবগুলো জমি পানিতে তলিয়ে গেছে। এখন উঁচু ধানখেতগুলো ডুবে যাচ্ছে।’
একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘ধানখেত সম্পূর্ণ তলিয়ে গেছে আমার। সামান্য একটু বীজতলা ছিল, তা-ও তলিয়ে গেছে, চিন্তায় আছি কী করব। বন্যা চলে গেলে আবার নতুন করে ধান লাগাতে পারব কি না জানি না। এখনো প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে।’
ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক আবদুল্লাহ বলেন, ‘এ ইউনিয়নে প্রায় তিন দিন আগেই সবার আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এখন বীর এলাকায় পানি ঢুকে পড়েছে। বীর এলাকায় আমন ধান আগে লাগানো শুরু হয়। আর দু-এক দিন পানি বৃদ্ধি পেলে এ এলাকার কাঁচা সড়কগুলো তলিয়ে যাবে।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, এ ইউনিয়নে সকল ফসলের জমি তলিয়ে গিয়েছে। উপজেলার সবচেয়ে নিচু জায়গা এ ইউনিয়ন। হালকা পানি হলেও তলিয়ে যায়। আর দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পেলে রাস্তাঘাট ডুবে যাবে। দুর্ভোগে পড়বে হাজারো মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলায় ১৫ হাজার ৯০০ হেক্টর আমন ধান লাগানো হয়েছে। ৮২০ হেক্টর আমন জমি তলিয়ে গেছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হবে। তবে বন্যার পানি নেমে গেলে রোপা আমন ধান ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। প্রতিদিনের ক্ষয়ক্ষতি প্রতিবেদন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে উপজেলার বন্যার্তদের সহযোগিতার জন্য প্রথমবার প্রতিবেদন পাঠিয়েছি। আজ আবার প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে উপজেলায় বন্যার্তদের জন্য ত্রাণ আসবে।’
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
২৩ মিনিট আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২৭ মিনিট আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৩১ মিনিট আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
২ ঘণ্টা আগে