Ajker Patrika

শিশুর লাশ উদ্ধার: মা বলছেন পানিতে ডুবে মৃত্যু, বাবার অভিযোগ হত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
শিশুর লাশ উদ্ধার: মা বলছেন পানিতে ডুবে মৃত্যু, বাবার অভিযোগ হত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলায় শিহাব আহমেদ (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রামে খালার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শিহাব আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের মোহাম্মদ আল আমীনের ছেলে। 

শিশু শিহাবের মৃত্যু নিয়ে মুখোমুখি অবস্থানে তার বাবা–মা। বাবার অভিযোগ, তাঁর সঙ্গে শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে মা বলছেন, শিশুর মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে। বাবা-মায়ের এমন বিপরীত দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

শিহাব আহমেদের মামা মোরশেদ মিয়া বলেন, ‘কোরবানি ঈদের পর হরিণধরা গ্রামে ভগ্নিপতি আবুল কালামের বাড়িতে শিহাবকে সঙ্গে নিয়ে বেড়াতে যায় তার মা ছামিনা বেগম। আজ বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে বাইরে বেরিয়ে পড়ে শিহাব। অনেক খোঁজাখুঁজির পর আবুল কালামের বাড়ির পাশে ডোবার পানিতে শিহাবের লাশ ভাসতে দেখা যায়।’ 

শিহাবের মা ছামিনা বেগম বলেন, ‘আমার বুকের ধন শিহাব পুকুরের পানিতে ডোবে মারা গেছে। এমনিতেই ছেলের মৃত্যুশোকে বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। অন্যদিকে ছেলে হত্যার মিথ্যা অভিযোগ তুলে আমার পরিবারের লোকজন ও আত্মীয়–স্বজনদের হয়রানি করা হচ্ছে।’ 

শিহাবের বাবা আব্দুল্লাহ আল আমীন বলেন, ‘দীর্ঘদিন ধরে স্ত্রী ছামিনা বেগম এবং তাঁর পরিবারের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। ধারণা করছি, প্রতিশোধ নিতেই ছামিনার পরিবারের লোকজন আমার ঔরসজাত সন্তান শিহাবকে হত্যা করে থাকতে পারে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

সরেজমিনে দেখা যায়, শিহাবের পেট অনেকখানি ফুলে উঠেছে। ছেলের লাশের পাশে বসে বারবার সংজ্ঞা হারিয়ে ফেলছেন মা ছামিনা বেগম। 

ইসলামপুরের ডিগ্রিরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উপপরিদর্শক তানভীর আলম বলেন, ‘শিহাবের মৃত্যু ঘটনায় তার বাবার অভিযোগে পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত