চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ দিনে চার স্থানে ছয়জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে দুজনের। এসব ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৮ মার্চ চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার সোনাহর আলীর দ্বিতীয় স্ত্রী রিপা আক্তারের (২২) রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় রিপার বাবা তাঁর স্বামী ও সতিনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথম স্ত্রী সাদেকা খাতুনসহ স্বামী সোনাহরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
২৩ মার্চ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুল হক আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এই ঘটনায় বেঁচে যাওয়া তাঁর তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ২৪ মার্চ উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে আরজু মিয়ার (৩৫) লাশ স্থানীয় রাবার বাগান থেকে উদ্ধার করে চুনারুঘাট থানা-পুলিশ। এই ঘটনার পেছনের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এদিকে ২৭ মার্চ চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় কবির মিয়ার ছেলে স্বপন মিয়াকে (১০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্বপন।
স্বপনের মৃত্যুর ঘটনায় তার নানা মো. নুর আলী বাদী হয়ে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলগুলো পরিদর্শন করে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
১৮ মার্চ থেকে ৩ এপ্রিল ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরজু মিয়া ও রিপা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুলের আত্মহত্যার ঘটনায় জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুনারুঘাট পৌর শহরের পাকুড়িয়া স্বপনকে গলাকেটে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।’
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ দিনে চার স্থানে ছয়জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে দুজনের। এসব ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৮ মার্চ চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার সোনাহর আলীর দ্বিতীয় স্ত্রী রিপা আক্তারের (২২) রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় রিপার বাবা তাঁর স্বামী ও সতিনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথম স্ত্রী সাদেকা খাতুনসহ স্বামী সোনাহরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
২৩ মার্চ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুল হক আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এই ঘটনায় বেঁচে যাওয়া তাঁর তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ২৪ মার্চ উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে আরজু মিয়ার (৩৫) লাশ স্থানীয় রাবার বাগান থেকে উদ্ধার করে চুনারুঘাট থানা-পুলিশ। এই ঘটনার পেছনের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এদিকে ২৭ মার্চ চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় কবির মিয়ার ছেলে স্বপন মিয়াকে (১০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্বপন।
স্বপনের মৃত্যুর ঘটনায় তার নানা মো. নুর আলী বাদী হয়ে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলগুলো পরিদর্শন করে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
১৮ মার্চ থেকে ৩ এপ্রিল ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরজু মিয়া ও রিপা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুলের আত্মহত্যার ঘটনায় জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুনারুঘাট পৌর শহরের পাকুড়িয়া স্বপনকে গলাকেটে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চারটি সহসম্পাদকের পদ বাদ দিয়ে চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপা
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত মোটা সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের ভাই জাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন।
২ ঘণ্টা আগেসিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে