হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ তিনজন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘ছান্দের সর্দার’ নির্ধারণ নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও ছান্দ সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আজ উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন।
বানিয়াচং থানার ওসি মো. এমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নজরুল ইসলামের লোকজনের দাবি, ইউপি চেয়ারম্যান ধন মিয়া নিজে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন। এতে তাঁদের অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছান্দ প্রথা কী
এক বা একাধিক গ্রাম বা মহল্লা নিয়ে একটি ‘ছান্দ’ গঠিত হয়। প্রতিটি ছান্দে একজন করে ‘সর্দার’ থাকেন। তাঁকে বলা হয় ‘ছান্দ সরদার’। ছান্দের অধীনস্থ গ্রামগুলোর ঝগড়া-বিবাদ-সমস্যার সমাধান করেন ছান্দের সর্দার। এই ছান্দ প্রথা বাংলাদেশে একমাত্র বানিয়াচংয়েই রয়েছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ তিনজন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘ছান্দের সর্দার’ নির্ধারণ নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও ছান্দ সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আজ উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন।
বানিয়াচং থানার ওসি মো. এমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নজরুল ইসলামের লোকজনের দাবি, ইউপি চেয়ারম্যান ধন মিয়া নিজে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন। এতে তাঁদের অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছান্দ প্রথা কী
এক বা একাধিক গ্রাম বা মহল্লা নিয়ে একটি ‘ছান্দ’ গঠিত হয়। প্রতিটি ছান্দে একজন করে ‘সর্দার’ থাকেন। তাঁকে বলা হয় ‘ছান্দ সরদার’। ছান্দের অধীনস্থ গ্রামগুলোর ঝগড়া-বিবাদ-সমস্যার সমাধান করেন ছান্দের সর্দার। এই ছান্দ প্রথা বাংলাদেশে একমাত্র বানিয়াচংয়েই রয়েছে।
নিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১৭ মিনিট আগেনড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, এ ঘটনায় দুই ফায়ার ফাইটারের...
২৪ মিনিট আগে