নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক হওয়া সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে মালামাল চুরির অভিযোগে ৫ জনের নামে মামলা করা হয়েছ। আজ বৃহস্পতিবার বিকেলে রিসোর্টটির ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সজীব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, বিপ্লব বল, সঞ্জয়সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
গত ২৩ মে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার পারমিশন পিটিশন নম্বর ২৬৯ / ২০২৪ আদেশ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ এর ধারায় দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক/অবরুদ্ধ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়—গত ৬ জুন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পর মো. সারোয়ার হোসেনকে ম্যানেজার (এইচআর) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গত ১৩ জুন সকাল ৯টার সময় রিসোর্ট ম্যানেজার অফিসে গিয়ে দেখতে পান, অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এজাহার থেকে জানা যায়, রিসোর্টে ব্যবস্থাপক চুরির বিষয়টি উক্ত সম্পদের রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আব্দুল কাদের, গোপালগঞ্জের দুদক কর্মকর্তাগণকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, ৩ জন লোক প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে এসব মালামাল চুরি করেছে। এলাকায় খোঁজ খবর করে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক হওয়া সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে মালামাল চুরির অভিযোগে ৫ জনের নামে মামলা করা হয়েছ। আজ বৃহস্পতিবার বিকেলে রিসোর্টটির ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সজীব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, বিপ্লব বল, সঞ্জয়সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
গত ২৩ মে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার পারমিশন পিটিশন নম্বর ২৬৯ / ২০২৪ আদেশ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ এর ধারায় দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক/অবরুদ্ধ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়—গত ৬ জুন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পর মো. সারোয়ার হোসেনকে ম্যানেজার (এইচআর) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গত ১৩ জুন সকাল ৯টার সময় রিসোর্ট ম্যানেজার অফিসে গিয়ে দেখতে পান, অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এজাহার থেকে জানা যায়, রিসোর্টে ব্যবস্থাপক চুরির বিষয়টি উক্ত সম্পদের রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আব্দুল কাদের, গোপালগঞ্জের দুদক কর্মকর্তাগণকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, ৩ জন লোক প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে এসব মালামাল চুরি করেছে। এলাকায় খোঁজ খবর করে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৬ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৬ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৭ ঘণ্টা আগে