Ajker Patrika

রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩: ৪৫
রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’

তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’ 

বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। 

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত