গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জমিতে আগাছা ফেলার প্রতিবাদ করায় কলেজশিক্ষক বড় ভাইকে পিটিয়ে মারল ছোট ভাই। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির নাম রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কলেজশিক্ষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রোববার তিনি কলেজ থেকে ফিরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাজেবলিয়াদী এলাকায় বংশাই নদীর ধারে নিজের ফসলি জমি দেখতে যান। সেখানে গিয়ে দেখতে পান তার ছোট ভাই নিজের জমির আগাছা পরিষ্কার করে ওই শিক্ষকের জমিতে ফেলেছেন। এটি দেখে শিক্ষক ভাই ছোট ভাইকে দেখিয়ে জানতে চান কাজটা ঠিক করেছ? পরে শিক্ষক ভাই নিজেই জমিতে ফেলা আগাছা পরিষ্কার করার সময় ছোট ভাই মজিবুর ওই শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তিনি বাড়ি ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে গাজীপুর মহানগরীর কাশিমুপর থানাধীন জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রেজা সাইদ আল মামুনকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে ঘাতক ভাই মজিবর রহমান পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে, নিহতের স্বজনেরা অভিযোগ করেন, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধর চলে আসছিল। আজ রোববার বিকারে জমিতে কথা-কাটাকাটির একপর্যায়ে মজিবুর, তার ছেলে সুমন ও সেজান ওই শিক্ষককে মারধর করেছেন।
নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে পেছন দিক থেকে হঠাৎ চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার আমার বাবাকে তারা মেরেছে।’
নিহতের শ্যালক আল মামুন বলেন, ভাইদের নির্যাতনের কারনে তার বোন জামাই দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় বাসা নিয়ে ভাড়া থাকতেন। গত দুই বছর আগে তিনি আবার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পর ভাইদের সঙ্গে জমিজমা দিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত বড় ভাই রোববার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান ছোট ভাই জমির আগাছা পরিষ্কার করে তার জমিতে ফেলেছে। এ নিয়ে বড় ছোট ভাইকে কাজটি ভালো করনি জানিয়ে নিজেই পাগাছা পরিষ্কার করতে যান। এ সময় ছোট ভাই মজিবুর লাঠি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে আহত বড় ভাই বাড়িতে ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের স্বজনদের এ বিষয়ে এজাহার দিতে অনুরোধ করা হয়েছে। অভিযুক্ত ভাইকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
গাজীপুরের কালিয়াকৈরে জমিতে আগাছা ফেলার প্রতিবাদ করায় কলেজশিক্ষক বড় ভাইকে পিটিয়ে মারল ছোট ভাই। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির নাম রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কলেজশিক্ষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রোববার তিনি কলেজ থেকে ফিরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাজেবলিয়াদী এলাকায় বংশাই নদীর ধারে নিজের ফসলি জমি দেখতে যান। সেখানে গিয়ে দেখতে পান তার ছোট ভাই নিজের জমির আগাছা পরিষ্কার করে ওই শিক্ষকের জমিতে ফেলেছেন। এটি দেখে শিক্ষক ভাই ছোট ভাইকে দেখিয়ে জানতে চান কাজটা ঠিক করেছ? পরে শিক্ষক ভাই নিজেই জমিতে ফেলা আগাছা পরিষ্কার করার সময় ছোট ভাই মজিবুর ওই শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তিনি বাড়ি ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে গাজীপুর মহানগরীর কাশিমুপর থানাধীন জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রেজা সাইদ আল মামুনকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে ঘাতক ভাই মজিবর রহমান পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে, নিহতের স্বজনেরা অভিযোগ করেন, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধর চলে আসছিল। আজ রোববার বিকারে জমিতে কথা-কাটাকাটির একপর্যায়ে মজিবুর, তার ছেলে সুমন ও সেজান ওই শিক্ষককে মারধর করেছেন।
নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে পেছন দিক থেকে হঠাৎ চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার আমার বাবাকে তারা মেরেছে।’
নিহতের শ্যালক আল মামুন বলেন, ভাইদের নির্যাতনের কারনে তার বোন জামাই দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় বাসা নিয়ে ভাড়া থাকতেন। গত দুই বছর আগে তিনি আবার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পর ভাইদের সঙ্গে জমিজমা দিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত বড় ভাই রোববার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান ছোট ভাই জমির আগাছা পরিষ্কার করে তার জমিতে ফেলেছে। এ নিয়ে বড় ছোট ভাইকে কাজটি ভালো করনি জানিয়ে নিজেই পাগাছা পরিষ্কার করতে যান। এ সময় ছোট ভাই মজিবুর লাঠি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে আহত বড় ভাই বাড়িতে ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের স্বজনদের এ বিষয়ে এজাহার দিতে অনুরোধ করা হয়েছে। অভিযুক্ত ভাইকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ মিনিট আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগে