টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১০ মিনিট আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১৭ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২১ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে