বিশেষ প্রতিনিধি, ঢাকা
গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির মুখে নাম পরিবর্তন করতে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রথমবার পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পরিবর্তে জেলার নামে নামকরণ হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। কিন্তু নাম আবার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপিও দেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নামের সঙ্গে জেলার নাম গাজীপুর শব্দ জুড়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির নামকরণ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃতিতে অসুবিধাজনক হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ১৯ মে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেখানে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সুপারিশসহ নতুন করে চারটি নাম ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্স টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই চারটির মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নামকরণ করা যেতে পারে বলে মত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এরপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন সংশোধন করতে নতুন খসড়া করেছে এই বিভাগ। আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটি ২৬ জুন খসড়াটি অনুমোদন করেছে। উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করলে বিশ্ববিদ্যালয়টির নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। লক্ষ্য ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রেখে দেশে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় জীবনের উৎকর্ষ সাধন।
গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির মুখে নাম পরিবর্তন করতে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রথমবার পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পরিবর্তে জেলার নামে নামকরণ হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। কিন্তু নাম আবার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপিও দেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নামের সঙ্গে জেলার নাম গাজীপুর শব্দ জুড়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির নামকরণ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃতিতে অসুবিধাজনক হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ১৯ মে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেখানে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সুপারিশসহ নতুন করে চারটি নাম ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্স টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই চারটির মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নামকরণ করা যেতে পারে বলে মত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এরপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন সংশোধন করতে নতুন খসড়া করেছে এই বিভাগ। আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটি ২৬ জুন খসড়াটি অনুমোদন করেছে। উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করলে বিশ্ববিদ্যালয়টির নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। লক্ষ্য ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রেখে দেশে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় জীবনের উৎকর্ষ সাধন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪৩ মিনিট আগে