Ajker Patrika

গাজীপুর সাফারি পার্কে স্ত্রী জিরাফের মৃত্যু, বাকি আর দুই

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১: ১৪
গাজীপুর সাফারি পার্কে স্ত্রী জিরাফের মৃত্যু, বাকি আর দুই

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার মারা গেল একটি স্ত্রী জিরাফ। পার্কে তিনটি স্ত্রী জিরাফ থাকলেও বহুদিন ধরেই পুরুষ শূন্য ছিল জিরাফ পাল। 

পার্ক কর্তৃপক্ষ জিরাফ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে না জানালেও বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ। তিনি বলেন, ‘পার্কে মারা যাওয়া জিরাফটি স্ত্রী ছিল। এটি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিল। ক্যানসার শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা চালানো হয়। অক্টোবরের ২০ তারিখ অসুস্থ স্ত্রী জিরাফটি মারা যায়। এখন পার্কে আরও দুটি স্ত্রী জিরাফ রয়েছে।’ বাজেট সাপেক্ষে পুরুষ জিরাফ আনার চিন্তাও রয়েছে বলে এ কর্মকর্তা নিশ্চিত করেন।’ 

পরে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মারা যাওয়া স্ত্রী জিরাফটি অন্তত তিন বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিল। পরে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মৃত স্ত্রী জিরাফের মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। 

গত ২০ অক্টোবর ক্যানসারে আক্রান্ত স্ত্রী জিরাফটি মারা যায়। 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে জানান, জিরাফ মৃত্যুর বিষয়ে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একটি জিডি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত