Ajker Patrika

শ্রীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০: ১১
শ্রীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের লাঠি হাতে নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালের এই বিক্ষোভের সময় এক ঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে ওই কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীর রাজপথে রয়েছেন। বিএনপি আজ আর গ্রেপ্তার ও মিথ্যা মামলায় ভয় করে না। এত অত্যাচার-নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত