কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাঁদের লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করেন শ্রমিকেরা। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাঁদের লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করেন শ্রমিকেরা। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে