গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪৩ মিনিট আগে