শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। আজ বৃহস্পতিবার রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কার্যালয় ও স্টাফ ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় ভাঙচুর, বনকর্মীদের মারধর, লুটপাট ও রেঞ্জ কর্মকর্তাকে শাসানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত মো. নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাসিমা আক্তার বলেন, ‘রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এ জন্য গতকাল (বুধবার) নজরুল ইসলামসহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আজ (বৃহস্পতিবার) এসে হামলা করে। আমাকে চরম অপমান-অপদস্থ করে শাসিয়ে যান। আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। হামলার সময় আমাদের কয়েকজন স্টাফ এদিক-সেদিক ছোটাছুটি করে জীবন রক্ষা করেন।’
নিরাপত্তাকর্মী আকতার হোসেন বলেন, ‘এসিএফ স্যারের পাশের রুমে আমি ছিলাম। হঠাৎ করে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে অফিসের সীমানাপ্রাচীরের ভেতরে ঢুকে দৌড়ে ছুটে আসে। আমি প্রধান ফটক বন্ধ করার চেষ্টা করি; কিন্তু পারিনি। তারা এসে আমাকে মারধর করে ভেতরে ঢোকে। আমার মোবাইলটি নিয়ে ভেঙে ফেলে।’ এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। আজ বৃহস্পতিবার রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কার্যালয় ও স্টাফ ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় ভাঙচুর, বনকর্মীদের মারধর, লুটপাট ও রেঞ্জ কর্মকর্তাকে শাসানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত মো. নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাসিমা আক্তার বলেন, ‘রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এ জন্য গতকাল (বুধবার) নজরুল ইসলামসহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আজ (বৃহস্পতিবার) এসে হামলা করে। আমাকে চরম অপমান-অপদস্থ করে শাসিয়ে যান। আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। হামলার সময় আমাদের কয়েকজন স্টাফ এদিক-সেদিক ছোটাছুটি করে জীবন রক্ষা করেন।’
নিরাপত্তাকর্মী আকতার হোসেন বলেন, ‘এসিএফ স্যারের পাশের রুমে আমি ছিলাম। হঠাৎ করে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে অফিসের সীমানাপ্রাচীরের ভেতরে ঢুকে দৌড়ে ছুটে আসে। আমি প্রধান ফটক বন্ধ করার চেষ্টা করি; কিন্তু পারিনি। তারা এসে আমাকে মারধর করে ভেতরে ঢোকে। আমার মোবাইলটি নিয়ে ভেঙে ফেলে।’ এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বা
২৩ মিনিট আগেরাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, গতকাল শুক্রবার তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সুইটি এই ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন বলে...
১ ঘণ্টা আগেরাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধলাই সেতুর নিচ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে