কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগীর স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বহির্বিভাগে এ ঘটনা ঘটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা রোগী সেজে চিকিৎসা নিতে এসে কৌশলে অন্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় ধরা পড়েন। একই মাসে এ রকম তিনটি চুরির ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি জাতীয় টিকা দিবসে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির উপস্থিতিতে একই কায়দায় এক মহিলা রোগীর স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে।
মো. মামুনুর রহমান বলেন, ‘বহির বিভাগে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী আসেন ডাক্তার দেখাতে। এই ধরনের চুরির রোধে ১০ মিনিট পর পর হাসপাতালের মাইকে সবাইকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তারপরও নানা কৌশলে রোগীদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। এ ব্যাপারে বহুবার থানা–পুলিশকে জানানো হয়েছে।’
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী শরিফা খাতুন (৩৫) তার এক আত্মীয়কে (মহিলা রোগী) চিকিৎসক দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দুপুরের দিকে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় সুযোগ বুঝে চোর ওই মহিলার স্বর্ণের চেইন গলা থেকে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে শরীফা খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খানের অফিসে গিয়ে অভিযোগ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, থানার এসআই মিরাজ ও এসআই নাজনীন আক্তারসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও হসপিটাল কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাজীপুরের কাপাসিয়া স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগীর স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বহির্বিভাগে এ ঘটনা ঘটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা রোগী সেজে চিকিৎসা নিতে এসে কৌশলে অন্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় ধরা পড়েন। একই মাসে এ রকম তিনটি চুরির ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি জাতীয় টিকা দিবসে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির উপস্থিতিতে একই কায়দায় এক মহিলা রোগীর স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে।
মো. মামুনুর রহমান বলেন, ‘বহির বিভাগে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী আসেন ডাক্তার দেখাতে। এই ধরনের চুরির রোধে ১০ মিনিট পর পর হাসপাতালের মাইকে সবাইকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তারপরও নানা কৌশলে রোগীদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। এ ব্যাপারে বহুবার থানা–পুলিশকে জানানো হয়েছে।’
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী শরিফা খাতুন (৩৫) তার এক আত্মীয়কে (মহিলা রোগী) চিকিৎসক দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দুপুরের দিকে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় সুযোগ বুঝে চোর ওই মহিলার স্বর্ণের চেইন গলা থেকে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে শরীফা খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খানের অফিসে গিয়ে অভিযোগ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, থানার এসআই মিরাজ ও এসআই নাজনীন আক্তারসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও হসপিটাল কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৪০ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে