গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
আশরাফুলের নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আদুরী খাতুন নামের এক নারী।
এ নিয়ে আদুরী বলেন, ‘চাকরির জন্য ঘুষ দিতে হবে বলে আশরাফুল ইসলাম চার বছর আগে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না হওয়ায় আমি টাকা ফেরত চাইলে তিনি টালবাহানাসহ দুর্ব্যবহার করতে থাকেন। একবার টাকা ফেরত দেওয়ার কথা বলে চেকও দেন তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায় অ্যাকাউন্ট বহু আগেই বন্ধ হয়ে গেছে। পরে আশরাফুল ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেন যে ১ ডিসেম্বর সব টাকা ফেরত দেবেন। কিন্তু তিনি আজ অবধি টাকা পরিশোধ করেননি।’
রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ খায়রুল বাশার বলেন, ‘আশরাফুল এই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁদের চাপের মুখে তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না। সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।’
এ বিষয়ে জানতে আশরাফুলের মোবাইল ফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ আজকের পত্রিকাকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
আশরাফুলের নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আদুরী খাতুন নামের এক নারী।
এ নিয়ে আদুরী বলেন, ‘চাকরির জন্য ঘুষ দিতে হবে বলে আশরাফুল ইসলাম চার বছর আগে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না হওয়ায় আমি টাকা ফেরত চাইলে তিনি টালবাহানাসহ দুর্ব্যবহার করতে থাকেন। একবার টাকা ফেরত দেওয়ার কথা বলে চেকও দেন তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায় অ্যাকাউন্ট বহু আগেই বন্ধ হয়ে গেছে। পরে আশরাফুল ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেন যে ১ ডিসেম্বর সব টাকা ফেরত দেবেন। কিন্তু তিনি আজ অবধি টাকা পরিশোধ করেননি।’
রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ খায়রুল বাশার বলেন, ‘আশরাফুল এই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁদের চাপের মুখে তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না। সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।’
এ বিষয়ে জানতে আশরাফুলের মোবাইল ফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ আজকের পত্রিকাকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরপুরে জাতীয় পার্টির (জাপা) ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫০ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার উপজেলা জামায়াতের প্রতিনিধি সমাবেশে সহযোগী ফরম পূরণ করে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
২৪ মিনিট আগেবরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন বলেছেন, তাঁদের নেতা-কর্মীদের ওপর আবার হামলা হলে ছাত্রদলকেও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুলাদী সরকারি কলেজ কর্নারে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
১ ঘণ্টা আগেত্রিশালে সড়কে গড়িয়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রসঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘আমরা মনে করি, ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছে। আমরা মনে করি, এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে।’ আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জে
২ ঘণ্টা আগে