গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বস্তাভর্তি মাধ্যমিক পর্বের সরকারি বই ভাঙারির দোকানে বিক্রি করতে এসে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন বিদ্যালয়ের এক নৈশ প্রহরী ও এক জুনিয়র শিক্ষিকা। গতকাল রোববার রাত ৯টার দিকে হরিরামপুরের শিপের বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে উপজেলার হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা চামেলি বেগম শিপের বাজারের একটি ভাঙারির দোকানে বইগুলো নিয়ে আসেন। বিক্রি করার সময় ওজন করতে গেলে স্থানীয়দের কাছে সরকারি বইয়ের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান তাঁরা। ইউপি সদস্য ফিরোজ কবির উপস্থিত হয়ে তাঁদের দুজনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজকে বিষয়টি জানান। কোনো ব্যবস্থা না নিয়ে শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন।
বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষিকা চামেলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দিতে এবং সাউন্ড বক্স ঠিক করতে গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি।’
এ নিয়ে জানাতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘আমি চামেলি বেগমের স্বামীর করা মামলাজনিত কারণে ঢাকায় আছি। গতকাল রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি জেনেছি। এটি কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহআলম পারভেজ বলেন, ‘অনেক রাত হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থার নেওয়ার সুযোগ হয়নি। আমি এখন বিদ্যালয়ে সরেজমিনে তদন্তের জন্য অবস্থান করছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, জেলায় বিভিন্ন স্থানে বই বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বস্তাভর্তি মাধ্যমিক পর্বের সরকারি বই ভাঙারির দোকানে বিক্রি করতে এসে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন বিদ্যালয়ের এক নৈশ প্রহরী ও এক জুনিয়র শিক্ষিকা। গতকাল রোববার রাত ৯টার দিকে হরিরামপুরের শিপের বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে উপজেলার হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা চামেলি বেগম শিপের বাজারের একটি ভাঙারির দোকানে বইগুলো নিয়ে আসেন। বিক্রি করার সময় ওজন করতে গেলে স্থানীয়দের কাছে সরকারি বইয়ের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান তাঁরা। ইউপি সদস্য ফিরোজ কবির উপস্থিত হয়ে তাঁদের দুজনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজকে বিষয়টি জানান। কোনো ব্যবস্থা না নিয়ে শাহ আলম পারভেজ মোবাইল ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন।
বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষিকা চামেলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দিতে এবং সাউন্ড বক্স ঠিক করতে গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি।’
এ নিয়ে জানাতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘আমি চামেলি বেগমের স্বামীর করা মামলাজনিত কারণে ঢাকায় আছি। গতকাল রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি জেনেছি। এটি কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহআলম পারভেজ বলেন, ‘অনেক রাত হয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থার নেওয়ার সুযোগ হয়নি। আমি এখন বিদ্যালয়ে সরেজমিনে তদন্তের জন্য অবস্থান করছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, জেলায় বিভিন্ন স্থানে বই বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
১৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
১৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
১ ঘণ্টা আগেবিয়ানীবাজারে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় মাজেদুর রহমান সাহেদ (১৩) নামের এক শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে