Ajker Patrika

ছাত্র আন্দোলনে আমাদের ২৩৪ জন শহীদ হয়েছেন: ছাত্রশিবিরের সভাপতি

ফেনী প্রতিনিধি
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্র আন্দোলনে আমাদের ২৩৪ জন শহীদ হয়েছেন। গুম হয়েছেন অন্তত ১ হাজার। অনেক ভাই আজও নিখোঁজ। আমাদের সাতজন ভাই কোথায় আছেন, আমরা জানি না।’

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের ওসমানিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে ফেনী জেলা শিবিরের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘যখন পাঁচ-ছয়জন মিলে আলোচনা করতাম, তখন তা ‘‘জঙ্গি বৈঠক’’ বলে প্রচার করা হতো। অথচ আমরা সমাজ ও আত্মশুদ্ধি নিয়ে আলাপ করতাম। এমনকি কোথাও বসতেও দেওয়া হয়নি আমাদের।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘদিন ধরে ‘জঙ্গি’, ‘রগকাটা’ বা ‘রাজাকার’ আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তবে তিনি দাবি করেন, ইসলামী ছাত্রশিবির একটি নৈতিক, আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে কাজ করছে।

জাহিদ বলেন, ‘আমাদের এত দিন শত্রু বানিয়ে তোলা হয়েছে। সত্য বলার সাহস থাকলেই জুলুম নামে। যারা ইসলামী চিন্তাকে ভয় পায়, তারাই আমাদের বিপরীতে ষড়যন্ত্র করেছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘বিগত সময়ে অনেক ঈদ আমরা পরিবার থেকে দূরে কাটিয়েছি। কেউ কেউ বাবার জানাজায়ও যেতে পারেননি। শুধু ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে প্রশাসনের নজরদারিতে থাকতে হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলাল। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত