ফরিদপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
শহর ঘুরে দেখা গেছে, শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি মোড়ে পুলিশ ও আনসার সদস্যদের অবস্থান ছিল।
সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ এবং অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। মাঠটি চারদিকে বাউন্ডারি ওয়ালে ঘেরা থাকায় দুটি গেট দিয়ে জনসাধারণের ঢোকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ে। এ ছাড়া রঙিনভাবে সাজানো হচ্ছে পুরো শহরকে। নতুন করে রং করা হচ্ছে সড়ক ডিভাইডারগুলোতেও। শহরকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এসেই মধ্যাহ্নভোজ করবেন। পরে বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরা। জনসভাকে সফল করতে এক কাতারে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তার নিরসন হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমান হয় না। ক্ষোভ বা অভিমান থাকতেই পারে। তবে শেখ হাসিনা যখন ফরিদপুরে আসবেন, আমি বিশ্বাস করি, সকল নেতা-কর্মী ভেদাভেদ ভুলে এই জনসভায় অংশ নেবে।’
শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। যেখানে ইউনিফর্ম পুলিশ, সাদাপোশাকের পুলিশ, সিভিল পুলিশ, গোয়েন্দা পুলিশ রয়েছে। পাশাপাশি পর্যাপ্তসংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, এসএসএফ, ডিজিএফআই ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
শহর ঘুরে দেখা গেছে, শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি মোড়ে পুলিশ ও আনসার সদস্যদের অবস্থান ছিল।
সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ এবং অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। মাঠটি চারদিকে বাউন্ডারি ওয়ালে ঘেরা থাকায় দুটি গেট দিয়ে জনসাধারণের ঢোকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ে। এ ছাড়া রঙিনভাবে সাজানো হচ্ছে পুরো শহরকে। নতুন করে রং করা হচ্ছে সড়ক ডিভাইডারগুলোতেও। শহরকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এসেই মধ্যাহ্নভোজ করবেন। পরে বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরা। জনসভাকে সফল করতে এক কাতারে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তার নিরসন হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমান হয় না। ক্ষোভ বা অভিমান থাকতেই পারে। তবে শেখ হাসিনা যখন ফরিদপুরে আসবেন, আমি বিশ্বাস করি, সকল নেতা-কর্মী ভেদাভেদ ভুলে এই জনসভায় অংশ নেবে।’
শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। যেখানে ইউনিফর্ম পুলিশ, সাদাপোশাকের পুলিশ, সিভিল পুলিশ, গোয়েন্দা পুলিশ রয়েছে। পাশাপাশি পর্যাপ্তসংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, এসএসএফ, ডিজিএফআই ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।’
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে