ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৫ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩২ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা ‘ছিনতাইকারী’ ছিলেন বলে দাবি পুলিশের।
৩৩ মিনিট আগে