ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক।
জানা যায়, কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরিফ বেপারী। এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে আজ বিকেলে ওই এলাকায় পুলিশ যায়। এ সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান। তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকেরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আজ বিকেলে পুলিশের সামনে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমাকে মারধর করার সময় বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।’ পরে এই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও পুলিশ।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনে আমরা ওর বাড়িতে ছুটে গেলে আমাদের ওপর চড়াও হন। আমরা বোনের ওপর হামলাকারীদের বিচার চাই।’ এ বিষয়ে জানতে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক।
জানা যায়, কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরিফ বেপারী। এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে আজ বিকেলে ওই এলাকায় পুলিশ যায়। এ সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান। তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকেরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আজ বিকেলে পুলিশের সামনে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমাকে মারধর করার সময় বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।’ পরে এই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও পুলিশ।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনে আমরা ওর বাড়িতে ছুটে গেলে আমাদের ওপর চড়াও হন। আমরা বোনের ওপর হামলাকারীদের বিচার চাই।’ এ বিষয়ে জানতে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এই দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, সজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
১৫ মিনিট আগেডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
২৪ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
২৭ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ ঘণ্টা আগে