Ajker Patrika

মারা গেছে খানসামার সেই নবজাতক, বাবার দাবি হত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মারা গেছে খানসামার সেই নবজাতক, বাবার দাবি হত্যা

অবশেষে হাসপাতালেই প্রাণ গেল দিনাজপুর খানসামা উপজেলার আলোচিত সেই নবজাতকের। শিশুটির বাবার দাবি—তাঁর সন্তান স্বাভাবিকভাবে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মোকছেদ–আয়েশা দম্পতির ১৩ দিন বয়সী ছেলে সন্তানের।

নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

মোকছেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় ওই নবজাতকের। সন্তান প্রসবের ৩ দিনের মাথায় ৫ নভেম্বর নবজাতকের বাবা মোকছেদের সঙ্গে ছেলের মা ও নানা-নানির তর্ক হয়। এরই জেরে সন্তানকে হাসপাতালের বেডে রেখে তার মা ও নানা-নানি কাউকে কোনো কিছু না বলে গোপনে বাড়ি চলে যায়। এরপর নবজাতকের বাবা স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এমনকি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে বিষয়টি দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে সেদিনই খানসামা উপজেলার ইউএনও, ওসি ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে আয়েশা তাঁর সন্তানের কাছে ফিরে যায়। আজ মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আজ সকালে শিশুটির মারা যায়।

মৃত নবজাতকের বাবা মোকছেদ আলীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার সন্তানকে সুস্থ রাখতে তাঁর মা ও নানি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ কারণে অকালেই আমার সন্তানের মৃত্যু হয়েছে। তবে ১৪ দিনের শিশুর ময়নাতদন্ত করবে সেই চিন্তা করে কোনো মামলা দায়ের করি নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...