নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামে এই সংঘর্ষ হয়।
এতে তিনজন তিরবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামের নজমাল হকের ছেলে মো. তাহেরুল ইসলাম (৫০), মো. মনজুরুল ইসলাম (৩০) ও মো. মোনারুল ইসলাম (২৭) এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৪০)। তাঁদের মধ্যে তাহেরুল ইসলাম ছাড়া বাকি তিনজন তিরবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মন্জুরুল ইসলাম দুই ভাইকে নিয়ে আলু চাষের জন্য বিবদমান জমিতে নিড়ানি দিতে গেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাঁদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁরা তিরবিদ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিউল ইসলাম বলেন, তিরবিদ্ধ তিনজন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘সংঘর্ষে তিনজন তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামে এই সংঘর্ষ হয়।
এতে তিনজন তিরবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামের নজমাল হকের ছেলে মো. তাহেরুল ইসলাম (৫০), মো. মনজুরুল ইসলাম (৩০) ও মো. মোনারুল ইসলাম (২৭) এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৪০)। তাঁদের মধ্যে তাহেরুল ইসলাম ছাড়া বাকি তিনজন তিরবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মন্জুরুল ইসলাম দুই ভাইকে নিয়ে আলু চাষের জন্য বিবদমান জমিতে নিড়ানি দিতে গেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাঁদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁরা তিরবিদ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিউল ইসলাম বলেন, তিরবিদ্ধ তিনজন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘সংঘর্ষে তিনজন তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
২ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে নদীর তীর রক্ষার জন্য ৫ কোটি টাকায় নির্মিত বাঁধ এক মাসও টেকেনি। উপজেলার চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।
২ ঘণ্টা আগে