Ajker Patrika

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫: ৩৬
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার পর থেকে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকেরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন।

এদিকে আহতদের মধ্যে ১৭ জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অন্যরা চিকিৎসা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে।

কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা রিয়াদ-সজল ও আকাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের নেতা আকাশের সঙ্গে রিয়াদ ও সজলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে তাঁরা বের করে দেন। পরে আকাশের সমর্থকেরা ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ হয়। থেমে থেমে কয়েক দফার এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল হলে শেখ রাসেল কর্নার উদ্বোধনের সময় মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে। ওই দিন মঞ্চের সামনে আগে থেকে বসা ছিলেন আকাশ ও তাঁর অনুসারীরা। পরে সেখানে উপস্থিত হন রিয়াদ, সজলসহ তাঁদের দলবল। অনুষ্ঠান চলাকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, রাতে আকাশ গ্রুপের এক কর্মী রিয়াদ ও সজলকে গালাগাল করে ফেসবুকে স্ট্যাটাস দেন। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সজল ও রিয়াদ আকাশকে ধাক্কা দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে দেন। পরে আকাশ গ্রুপের লোকজন একত্র হয়ে রিয়াদ ও সজলের অনুসারীদের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি দেখছে পুলিশ। এ ছাড়া ক্যাম্পাসের ভেতরেও পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনায় বসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত