Ajker Patrika

ভালো নেই খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ভালো নেই খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল

ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।

ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।

১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত