Ajker Patrika

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ব্যারিস্টার খোকন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ব্যারিস্টার খোকন 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও অপমান করা হচ্ছে। তাঁকে যে হয়রানি করা হচ্ছে তা অকল্পনীয়। আমি মনে করি, এই হয়রানি বন্ধ করা উচিত। কেউ কেউ বলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন–এটাই তার দোষ। 

আজ বুধবার দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

খোকন বলেন, যারা হয়রানি করছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। এতে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তিনি বলেন, ঢাকার আদালতে অনেকেই যান, সবাইকে কি কাঠগড়ায় খাঁচার ভেতরে রাখে? অপমানের সীমা কোথায় যেতে পারে। ড. ইউনুসের মতো লোককে খাঁচার ভেতর ঢোকানো হয়েছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না, শুধু আমারে সম্মান দিলেই আমি খুশি। আর কেউ সম্মান পাক, চাই না আমরা। বাংলাদেশের মানুষের মুখ উজ্জল করুক, এই সরকার এটা চায় না। 

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীরের বিষয়ে ব্যারিস্টার খোকন বলেন,  বেনজীরের বিষয়ে সরকারের স্পষ্ট ভূমিকা নেই। আমি সন্দিহান বেনজীরের বিচার হবে কি না। তার সময়ে যে গুম–খুন হয়েছিল সেগুলোর তদন্তও চান বারের এই সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত