জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি।
জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।'
এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।'
এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি।
জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।'
এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।'
এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে