Ajker Patrika

হত্যা করে স্ত্রীর পরিবারকে নিজেই জানালেন স্বামী

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২০: ০০
হত্যা করে স্ত্রীর পরিবারকে নিজেই জানালেন স্বামী

সাভারের আশুলিয়ায় বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজেই ফোনে স্ত্রীর পরিবারকে মৃত্যুর ঘটনা জানান। ঘটনার পর থেকে স্বামী আরশাদুল ইসলাম (২৮) পলাতক। এ ঘটনায় আরশাদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজ শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন।

পলাতক স্বামী আরশাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরি নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বৃষ্টি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। 

পুলিশ জানায়, বৃষ্টির স্বজন ও স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। নিহত ব্যক্তির শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃষ্টির মামা মোস্তাফিজুর রহমান রতন বলেন, গতকাল আরশাদুল বৃষ্টির খালা আসমা বেগমকে ফোনে জানান, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁকে নিতে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় আসতে বলে ফোন কেটে দিয়ে বন্ধ করেন দেন। পরে তাঁরা অনেক খোঁজাখুঁজির পর তাঁদের এই ঠিকানার সন্ধান পান। পরে তাঁরা জানতে পারেন বৃষ্টিকে হত্যা করেছেন তাঁর স্বামী আরশাদুল। এ ঘটনার আগেও আরশাদুলের মা এবং ফুফু বৃষ্টির বোনকে ফোন করে তাঁর খোঁজ নেওয়ার কথা জানিয়েছিলেন। 

মোস্তাফিজুর আরও বলেন, ‘বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আরশাদুল পরকীয়ায় জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এসব ক্ষোভ থেকে বৃষ্টিকে হত্যা করেছে সে।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানিম হোসেন বলেন, ‘মরদেহ বিছানার ওপর পেয়েছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তাঁকে হত্যা করে পালিয়েছে। নিহত ব্যক্তির পরিবার থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরশাদুলকে খুঁজে বের করতে অভিযান শুরু হবে দ্রুতই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত