Ajker Patrika

জাবিতে শিক্ষকের বোরকা নিয়ে ‘কটূক্তি’, ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি 
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৮
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় চার দফা দাবি জানিয়ে সেখানে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীদের ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে’, ‘বোরকা নিয়ে কটূক্তি, মানি না, মানব না’, ‘নবীনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বয়কট, বয়কট, নবীন চাচ্চু বয়কট’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ছাত্রদল নেতা নবীনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে; ছাত্রদলের কমিটি থেকে তাঁকে বাদ দিতে হবে; ধর্মীয় পোশাক নিয়ে কেউ কটূক্তি করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, হোক সে শিক্ষক কিংবা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে কটূক্তির অপরাধে নবীনের একাডেমিক সনদ বাতিল করতে হবে।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকির বলেন, ‘ইসলামবিদ্বেষ আমাদের এই সিস্টেমের কাঠামোগত বিষয়। আমরা এ রকম ঘটনা আগেও দেখেছি। আমাদের পক্ষ থেকে যে চার দফা দাবি জানানো হয়েছে, প্রশাসন যদি সে অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।’

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছে, সেই দাবিগুলো যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত