Ajker Patrika

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

আপডেট : ২০ মে ২০২৩, ২২: ৪৫
সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান (দাদা ভাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালের ৯ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করা হয়েছে। 

সিরাজুল আলম খান এর আগেও একবার এই কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমান তাঁর কাশি, শ্বাসকষ্ট ও জ্বর রয়েছে। তিনি বিগত কয়েক দিন রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, বয়স ও নানা কারণে তাঁর শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে হাসপাতালের ৯ নম্বর কেবিনে রাখা হয়েছে। তিনি এর আগেও এই কেবিনে থেকে চিকিৎসা নিয়েছেন। তাই তাঁর পরিচিত পরিবেশে রাখা হয়েছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলেছে। কাশি আছে। দুই-এক দিন পরে তাঁর শারীরিক অবস্থা বোঝা যাবে। সুনির্দিষ্ট কোনো সমস্যা এখনো ধরা পড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত