জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মীর মশাররফ হোসেন হল ইউনিট ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে। এই হলের এক ছাত্রলীগ নেতাকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী মারধর করা নিয়ে এ ঘটনার সূত্রপাত। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কর্তব্যরত দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রড, রামদা, লাঠি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ৪৭ ব্যাচের এবং রবীন্দ্রনাথ হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমানকে মারধর করা হয়। এতে বাংলা বিভাগের ছাত্র আহমেদ গালিব, প্রাণিবিদ্যা বিভাগের তানভীর ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাব্বির হাসান সাগর ও খালিদ হাসানসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন মাহফুজুর। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনার জেরেই বুধবার রাতের ঘটনা ঘটে। এ সময় দুই সাংবাদিকের ওপর আক্রমণ চালান কয়েকজন নেতা-কর্মী।
মশাররফ হোসেন হল ছাত্রলীগের ভাষ্য, গতকাল বুধবার সন্ধ্যায় বটতলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র আহমেদ গালিবকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী মারধর করেন। এর জেরেই তাঁরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যাচ্ছিলেন।
গত রাতের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলায় ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়। ফলে বটতলার একাংশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে শারীরিকভাবে হেনস্তার শিকার দুই সাংবাদিক জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন মাহবুব, সহসভাপতি হাসান মাহমুদ ফরিদ ও সজীবের ইন্ধনে তাঁদের দিকে ছাত্রলীগের জুনিয়র নেতা-কর্মীরা তেড়ে আসেন। ফলে তাঁদের একজন মুখে ও শরীরে আঘাত পান এবং একজনের পরনের শার্ট ছিঁড়ে যায়। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান তাঁরা।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংবাদকর্মী হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট, নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে মীর মশাররফ হোসেন হলের একাধিক শিক্ষার্থী আমার ওপর ও আমার সহকর্মী জুবায়ের আহমেদের ওপর লোহার পাইপ, রামদা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বলে—ভিডিও করতেছে, ধর ওরে, ওই যে সাংবাদিক, মার ওগোরে, এই মামুন তোর ভিডিও বের করব, এ ধরনের কথা বলে।’
অন্যদিকে উত্তেজিত নেতা-কর্মীরা ফিরে যাওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন উপস্থিত হন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ক্যাম্পাসের বাইরে থাকায় ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে। ছাত্রলীগের কেউ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত। আমরা এ ধরনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিই। এ ক্ষেত্রেও সেটিই করা হবে। এর বাইরে সাংবাদিক মারধরের বিষয়েও অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মীর মশাররফ হোসেন হল ইউনিট ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে। এই হলের এক ছাত্রলীগ নেতাকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী মারধর করা নিয়ে এ ঘটনার সূত্রপাত। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কর্তব্যরত দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রড, রামদা, লাঠি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ৪৭ ব্যাচের এবং রবীন্দ্রনাথ হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমানকে মারধর করা হয়। এতে বাংলা বিভাগের ছাত্র আহমেদ গালিব, প্রাণিবিদ্যা বিভাগের তানভীর ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাব্বির হাসান সাগর ও খালিদ হাসানসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন মাহফুজুর। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনার জেরেই বুধবার রাতের ঘটনা ঘটে। এ সময় দুই সাংবাদিকের ওপর আক্রমণ চালান কয়েকজন নেতা-কর্মী।
মশাররফ হোসেন হল ছাত্রলীগের ভাষ্য, গতকাল বুধবার সন্ধ্যায় বটতলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র আহমেদ গালিবকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদল শিক্ষার্থী মারধর করেন। এর জেরেই তাঁরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যাচ্ছিলেন।
গত রাতের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলায় ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়। ফলে বটতলার একাংশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে শারীরিকভাবে হেনস্তার শিকার দুই সাংবাদিক জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন মাহবুব, সহসভাপতি হাসান মাহমুদ ফরিদ ও সজীবের ইন্ধনে তাঁদের দিকে ছাত্রলীগের জুনিয়র নেতা-কর্মীরা তেড়ে আসেন। ফলে তাঁদের একজন মুখে ও শরীরে আঘাত পান এবং একজনের পরনের শার্ট ছিঁড়ে যায়। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান তাঁরা।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংবাদকর্মী হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট, নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে মীর মশাররফ হোসেন হলের একাধিক শিক্ষার্থী আমার ওপর ও আমার সহকর্মী জুবায়ের আহমেদের ওপর লোহার পাইপ, রামদা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বলে—ভিডিও করতেছে, ধর ওরে, ওই যে সাংবাদিক, মার ওগোরে, এই মামুন তোর ভিডিও বের করব, এ ধরনের কথা বলে।’
অন্যদিকে উত্তেজিত নেতা-কর্মীরা ফিরে যাওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন উপস্থিত হন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ক্যাম্পাসের বাইরে থাকায় ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে। ছাত্রলীগের কেউ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত। আমরা এ ধরনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিই। এ ক্ষেত্রেও সেটিই করা হবে। এর বাইরে সাংবাদিক মারধরের বিষয়েও অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপির) ২ নম্বর ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়া অভিযোগ প্রমাণ পাওয়ায় উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তাহেরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ শুক্রবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার স্থানীয়
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়ার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়নটির মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে
৩ ঘণ্টা আগে