Ajker Patrika

আন্দোলনের নগরী ঢাকা: অবরোধে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে পার হওয়া যেত, সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। অফিস কিংবা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষগুলোর দুর্ভোগের যেন শেষ নেই। আজ বৃহস্পতিবারও রাজধানী ঢাকার চিত্র ছিল একই।

গতকাল বুধবার থেকে তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ। দ্বিতীয় দিনের মতো আজও তাঁরা সড়কে অবস্থান করছেন। অন্যদিকে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে বসানোর দাবিতে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এতে গুলিস্তান মাজারের দিকের সড়কের দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা শহরে বৃহস্পতিবারে এমনিতেই যানবাহনের বাড়তি চাপ ও যানজটে ভোগান্তি একটু বেশিই থাকে। তার মধ্যে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলনকারীদের অবরোধের কারণে আগারগাঁও, মহাখালী, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, মালিবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান, মতিঝিলজুড়ে কোথাও তীব্র যানজট দেখা যায়, অনেক স্থানে যাত্রীদের বাস থেকে নেমে গন্তব্যের উদ্দেশে হেঁটে যেতে দেখা যায়।

ভুক্তোভোগী এক যাত্রী বলেন, ‘এই ভোগান্তি আপনাদের বলে বোঝানোর মতো না। ঢাকা মেডিকেলে যাব বাবাকে দেখতে, মা সেখানে একা, তাড়াতাড়ি যে যাব, তারও উপায় নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সচিবালয়, ডিএনসিসির প্রধান কার্যালয়, বারডেম হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এসব এলাকায়, ফলে যানজটে এসব স্থানে পৌঁছাতেও ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত