Ajker Patrika

‘গোপন বন্দিশালা’ ভেঙে দিতে ডিবি কার্যালয়ের সামনে নির্যাতিতদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদন, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৯: ৪০
‘গোপন বন্দিশালা’ ভেঙে দিতে ডিবি কার্যালয়ের সামনে নির্যাতিতদের বিক্ষোভ 

জঙ্গি সন্দেহে ধরে এনে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন নির্যাতনের শিকার ব্যক্তিরা। তাঁদের দাবি, এই কার্যালয়ের ভেতরে একটি বন্দিশালা আছে। জঙ্গিদের নিয়ে কাজ করা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সেখানে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা ব্যক্তিদের নির্যাতন করে থাকে। সেখানে আরও অনেকেই থাকতে পারে বলে ধারণা তাঁদের।

আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে ডিবি কার্যালয়ে সামনে জড়ো হতে থাকেন ভুক্তভোগীরা। এই কার্যালয় চত্বরেই কাউন্টার টেররিজম ইউনিটের ভবন। 

বিকেল ৫টার দিকে খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল সেখানে এসে উপস্থিত হয়। পরে বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধি নিয়ে কাউন্টার টেররিজমের প্রত্যেকটি ফ্লোর ঘণ্টাখানেক ধরে তল্লাশি করা হয়। 

তল্লাশির পর আবু সাঈদ নামে তাঁদের একজন প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কাউন্টারটা টেররিজম ভবনে বেশ কয়েকটি বন্দিশালা দেখেছেন। তবে সেখানে কোনো বন্দীকে খুঁজে পাননি। তাঁর দাবি, সব সময় জঙ্গি সন্দেহে নিয়ে আসা হয়। তিনিও দীর্ঘদিন এই বন্দিশালায় গুম অবস্থায় ছিলেন। 

তিনি দাবি করেন, নতুন বাংলাদেশে কাউকে যেন এভাবে গুম করা না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত