Ajker Patrika

মানিকগঞ্জে আট দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬: ০৮
মানিকগঞ্জে আট দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চর বালিরটেক গ্রামের গরু ব্যবসায়ী পান্নু মিয়া (৩৮) আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৫ জানুয়ারি নিখোঁজ হওয়ার আগে ২ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন পান্নু। এ ঘটনায় ১৬ জানুয়ারি পান্নুর স্ত্রীর ভাই বাবুল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। 

নিখোঁজ পান্নু মিয়ার স্ত্রী শেফালী আক্তার বলেন, গত ১৫ জানুয়ারি সকালে তাঁর স্বামীর মোবাইলে একটি কল আসে এবং সেই কল পেয়ে পান্নু মিয়া দ্রুত বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি গরু কেনার উদ্দেশ্যে মোটরসাইকেল ও আনুমানিক ২ লাখ টাকা নিয়ে বের হন। তিনি যাওয়ার সময় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কালিয়াকৈর এলাকায় যাচ্ছেন বলে জানান। পরে আনুমানিক দুপুর ২টার দিকে শেফালী আক্তারের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। তখনো তাঁকে জানানো হয় পান্নু মিয়া কালিয়াকৈরে আছেন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে গভীর রাত হলেও বাড়ি ফেরেননি পান্নু মিয়া। এদিকে পান্নু মিয়ার সঙ্গে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে পরদিন ১৬ জানুয়ারি শেফালী আক্তারের ভাই মো. বাবুল মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। 

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আব্দুর রউফ বলেন, প্রযুক্তির সহায়তার পান্নু মিয়াকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত