উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নুর আলম ঢাকার আর্মি অ্যাভিয়েশনে কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে চাকরি করতেন।’
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নুর আলম ঢাকার আর্মি অ্যাভিয়েশনে কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে চাকরি করতেন।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে