নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক রোকনউজ্জামান বলেন, রুমা আক্তারের পর রুকু আক্তার নামের আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, রুমা ও তাঁর বান্ধবী রুকু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী মাসুমকে হত্যার পর লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছেন রুকু।
এর আগে ১০ নভেম্বর ঢাকার শ্যামলীতে হত্যা করা হয় মাসুমকে। ওই দিন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের পর মাসুমের ছেলে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রেমের ঘটনার জেরে হত্যা করা হয় মাসুমকে। হত্যার পরে লাশ টুকরা করে পূর্বাচল এলাকায় ফেলে দেওয়া হয়। বুধবার স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে মাসুমের দেহের সাত টুকরা এবং বৃহস্পতিবার দুই টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ব্যবসায়ী মাসুমের সঙ্গে এর আগে সম্পর্ক থাকার কথা জানিয়েছেন রুমা। সম্প্রতি সেই সম্পর্কে অবনতি ঘটলে ক্ষুব্ধ হন রুমা। ১০ নভেম্বর রাতে মাসুমকে শ্যামলীর একটি বাসায় ডেকে নেন রুমা। সেখানে দুধের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় মাসুমকে। এতে অচেতন হয়ে পড়েন মাসুম। এরপর চাপাতি ও হ্যাক্সো ব্লেড দিয়ে হত্যা এবং খণ্ডবিখণ্ড করা হয় মাসুমের মরদেহ। পরে মরদেহের টুকরাগুলো পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুমা মূলত ব্যবসায়ী বা ধনী ব্যক্তিদের সঙ্গে অর্থের বিনিময়ে সম্পর্ক স্থাপন করতেন। সেই সূত্রে মাসুমের সঙ্গে তাঁর সম্পর্ক হয়।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক রোকনউজ্জামান বলেন, রুমা আক্তারের পর রুকু আক্তার নামের আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, রুমা ও তাঁর বান্ধবী রুকু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী মাসুমকে হত্যার পর লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছেন রুকু।
এর আগে ১০ নভেম্বর ঢাকার শ্যামলীতে হত্যা করা হয় মাসুমকে। ওই দিন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের পর মাসুমের ছেলে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রেমের ঘটনার জেরে হত্যা করা হয় মাসুমকে। হত্যার পরে লাশ টুকরা করে পূর্বাচল এলাকায় ফেলে দেওয়া হয়। বুধবার স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে মাসুমের দেহের সাত টুকরা এবং বৃহস্পতিবার দুই টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ব্যবসায়ী মাসুমের সঙ্গে এর আগে সম্পর্ক থাকার কথা জানিয়েছেন রুমা। সম্প্রতি সেই সম্পর্কে অবনতি ঘটলে ক্ষুব্ধ হন রুমা। ১০ নভেম্বর রাতে মাসুমকে শ্যামলীর একটি বাসায় ডেকে নেন রুমা। সেখানে দুধের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় মাসুমকে। এতে অচেতন হয়ে পড়েন মাসুম। এরপর চাপাতি ও হ্যাক্সো ব্লেড দিয়ে হত্যা এবং খণ্ডবিখণ্ড করা হয় মাসুমের মরদেহ। পরে মরদেহের টুকরাগুলো পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুমা মূলত ব্যবসায়ী বা ধনী ব্যক্তিদের সঙ্গে অর্থের বিনিময়ে সম্পর্ক স্থাপন করতেন। সেই সূত্রে মাসুমের সঙ্গে তাঁর সম্পর্ক হয়।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৬ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৭ মিনিট আগে