Ajker Patrika

প্রত্যেকটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২০: ৩৩
প্রত্যেকটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক বলেছেন, ‘আমরা যদি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেদের সম্মানিত বোধ করব। প্রত্যেকটি রাস্তাই মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যতজন মুক্তিযোদ্ধা আছেন তাঁদের নামে রাস্তার নামকরণ করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে সেই ব্যক্তি (মুক্তিযোদ্ধা) কে ছিলেন এবং কী করেছেন দেশের জন্য।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি রুম বরাদ্দ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে তাঁরা বসতে পারবেন। তাঁদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।’ 

মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কবরস্থান ১০ বছরের জন্য দেওয়ার দাবি জানানো হয়েছে। যারা দেশ স্বাধীন করেছে তাঁরা কী ১০ বছরের চুক্তি নিয়েছেন? তাঁরা ১০ বছরের জন্য চুক্তি নেন নাই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কবরস্থান মুক্তিযোদ্ধাদের জন্য অবমুক্ত ঘোষণা করছি। মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের জন্য কবরস্থানগুলো অবমুক্ত থাকবে। তাঁদের কোনো ফি দিতে হবে না।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত