Ajker Patrika

নতুন কমিটিকে লাল কার্ড দেখালেন জবি ছাত্রদলের একাংশের নেতা-কর্মী

জবি প্রতিনিধি 
ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে লাল কার্ড দেখিয়েছেন। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে লাল কার্ড দেখিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে এবার লাল কার্ড দেখিয়েছেন শাখা ছাত্রদলের একাংশের নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেছেন তাঁরা।

এ সময় নতুন কমিটিতে পদ না পাওয়া একাংশ নেতা-কর্মী দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে ছাত্রদলের গত আন্দোলনে অ্যাকটিভ ছাত্রনেতাদের মধ্য থেকে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু-বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল আরেফিন রিয়াদ বলেন, ‘দলের দুঃসময়ে প্রতিটি প্রোগ্রাম করেছি, মামলা হামলার ভয় করেনি, নিজের ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা করিনি, আর এখন ছাত্রলীগ, নবাগত, ব্যবসায়ী, চাকরিজীবীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে, কমিটিতে আমাকে বাদ দেওয়া হয়েছে।’

রিয়াজুল আরেফিন রিয়াদ আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিদ্রোহীদের আন্দোলনের মুখে এখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ত্যাগী, নির্যাতিত এবং যোগ্যদের যোগ্য জায়গায় পদায়ন করে দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল অবস্থার অবসান করার দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহসাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস আয়মান শুক্কুর, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সম্পাদক মেহেদী হাসান আখন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত