গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবককে ধাওয়া করে ধরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশের রাস্তায় কুপিয়ে হত্যার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল ও হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ হত্যার ঘটনা ঘটে। গাজীপুর জেলা পুলিশ গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নিহত তাজবির হোসেন শিহান (২৬) কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। শিহানের মা কালিয়াকৈরে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষিকা। শিহান দুই ভাইয়ের মধ্যে ছোট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলা ধোবাউরা থানার হালিম উদ্দিনের ছেলে মো. সরওয়ার হোসেন (২৮), তিনি পেশায় স্থানীয় তাকওয়া পরিবহনের ড্রাইভার। কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
বাকিরা হলেন—একই জেলা ওলিপুর থানার আজগর আলীর ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২), তিনি পেশায় অটোরিকশাচালক। লক্ষীপুর জেলার সদরের মৃত আব্দুল মালেকের ছেলে মো. জুয়েল (২৪), তিনি আজমেরী গ্লোরী বাসের হেলপার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) তিনি তাকওয়া পরিবহনের স্টাফ।
অপরজন ভোলা জেলার চরফ্যাশনের মৃত সুলতান বয়াতীল ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫), তিনি পেশায় চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা ও বিক্রেতা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ ডিসেম্বর ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে পাঁচজন যুবক। তাঁরা যুবককে হানিফ স্পিনিং মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার তাঁর বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ তদন্তে নামে।
পুলিশ জানতে পারে ঘটনার দিন ছিনতাইকারীরা শিহানকে হত্যার আগে একই এলাকায় এক কাভার্ডভ্যান চালক মো. মাসুদুর রহমানকে (৪৬) আহত করে ছিনতাই করে। মাসুদুর রহমানের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামিদের মধ্যে চা দোকানদার আনোয়ারকে প্রথমে গাজীপুরের সালনা এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সালনা, বাসন, কোনাবাড়ী, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপর ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত ছুরি এবং ছিনতাইকৃত মোবাইল ফোন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মোট চারটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মূলত এরা একটি ছিনতাইকারী চক্র। এরা অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সুযোগ পেলে ছিনতাই করে অটোরিকশায় পালিয়ে যায়।
নিহত শিহান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন। তিনি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে ২০০০ সাল থেকে সংগীত বিষয়ে অনুশীলন করছেন। এ ছাড়া তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টসের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুর রহমান, অতিরিক্ত সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ হোসেন, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইদুল ইসলাম।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবককে ধাওয়া করে ধরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশের রাস্তায় কুপিয়ে হত্যার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল ও হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ হত্যার ঘটনা ঘটে। গাজীপুর জেলা পুলিশ গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নিহত তাজবির হোসেন শিহান (২৬) কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। শিহানের মা কালিয়াকৈরে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষিকা। শিহান দুই ভাইয়ের মধ্যে ছোট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলা ধোবাউরা থানার হালিম উদ্দিনের ছেলে মো. সরওয়ার হোসেন (২৮), তিনি পেশায় স্থানীয় তাকওয়া পরিবহনের ড্রাইভার। কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
বাকিরা হলেন—একই জেলা ওলিপুর থানার আজগর আলীর ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২), তিনি পেশায় অটোরিকশাচালক। লক্ষীপুর জেলার সদরের মৃত আব্দুল মালেকের ছেলে মো. জুয়েল (২৪), তিনি আজমেরী গ্লোরী বাসের হেলপার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) তিনি তাকওয়া পরিবহনের স্টাফ।
অপরজন ভোলা জেলার চরফ্যাশনের মৃত সুলতান বয়াতীল ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫), তিনি পেশায় চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা ও বিক্রেতা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ ডিসেম্বর ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে পাঁচজন যুবক। তাঁরা যুবককে হানিফ স্পিনিং মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার তাঁর বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ তদন্তে নামে।
পুলিশ জানতে পারে ঘটনার দিন ছিনতাইকারীরা শিহানকে হত্যার আগে একই এলাকায় এক কাভার্ডভ্যান চালক মো. মাসুদুর রহমানকে (৪৬) আহত করে ছিনতাই করে। মাসুদুর রহমানের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামিদের মধ্যে চা দোকানদার আনোয়ারকে প্রথমে গাজীপুরের সালনা এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সালনা, বাসন, কোনাবাড়ী, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপর ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত ছুরি এবং ছিনতাইকৃত মোবাইল ফোন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মোট চারটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মূলত এরা একটি ছিনতাইকারী চক্র। এরা অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সুযোগ পেলে ছিনতাই করে অটোরিকশায় পালিয়ে যায়।
নিহত শিহান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন। তিনি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে ২০০০ সাল থেকে সংগীত বিষয়ে অনুশীলন করছেন। এ ছাড়া তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টসের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুর রহমান, অতিরিক্ত সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ হোসেন, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইদুল ইসলাম।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৯ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩২ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪১ মিনিট আগে