Ajker Patrika

সিরাজদিখানে দুই ব্যক্তিকে কারাদণ্ড 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখানে দুই ব্যক্তিকে কারাদণ্ড 

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রধান সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান বাজারের সার পট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আলী হোসেন (২৪) ও ঘাটাইল হামিদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৫৬)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় সিরাজদিখান বাজার রোডে ট্রাক পার্কিং করে মালামাল লোড আনলোড করছিল দণ্ডপ্রাপ্তরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা অনেক বার বাজার কমিটিকে বলে আসছি বাজারে সকাল সন্ধ্যা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির গাড়ি লোড-আনলোড করতে পারবে না।’ 

এতে করে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। যাদের মালামাল লোড আনলোড করতে হবে তারা অবশ্যই রাত ৯টার পরে করতে পারবেন। এ ছাড়া বালুর মাঠে গাড়ি রেখে করতে পারবেন। তা না হলে বাজারের তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু সেটা না মেনেই দীর্ঘদিন ধরে প্রধান সড়কে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছিল। এতে করে জনগণের ভোগান্তি হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। 

গাড়িচালক আলী হোসেনের গাড়ি লাইসেন্সবিহীন থাকায় তাঁকে ১৫ দিন এবং মো. আব্দুল্লাহ আদেশ অমান্য করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুজনকেই আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত