Ajker Patrika

পরীমণি আটক, তল্লাশি চলছে এখনো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০: ২০
পরীমণি আটক, তল্লাশি চলছে এখনো

পরীমণিকে আটক করেছে র‍্যাব। রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে আজ বুধবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ দ্রব্য জব্দ করা হয়।

আজ বুধবার বিকেল ৪টার কিছু সময় পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চিত্রনায়িকা পরীমণির বাসায় এই অভিযান শুরু করে। সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় পরীমণির বাসায় এ অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাবএদিকে পরীমণি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, বাইরে কারা আছে, তা তিনি জানেন না। তিনি খুব ভয় পাচ্ছেন। তিনি পরিচিত সবাইকে সহায়তা করতে অনুরোধ জানাচ্ছেন। বনানী থানায় তিনি যোগাযোগ করেছেন। কিন্তু তিনি সেখান থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলেও লাইভে উল্লেখ করেছেন।

 চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তারের খবরে তাঁর বাসার সামনে প্রচুর মানুষের ভিড় জমে যায়গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।

চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাবের অভিযানের সময় রাস্তায় জড়ো হওয়া মানুষ

রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত