Ajker Patrika

সিরাজদিখানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী বাবা গ্রেপ্তার

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
সিরাজদিখানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী বাবা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজের কন্যাশিশুকে অপহরণ করার মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত হওয়া মাইশাকে (১) উদ্ধার এবং অপহরণকারী বাবা সুমন কাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু মাইশার বাবা-মার মধ্যে ঝগড়ার কারণে মা মারিয়া ইসলাম মুন্নী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। এরপর শিশু মাইশাকে টিকা দেওয়ার জন্য আসলে শিশুটির বাবা সুমন কাজী তাঁর মেয়েকে দেখে বাড়িতে নিয়ে যায়। সে জন্য শিশুটির মা মারিয়া ইসলাম মুন্নী মুন্সিগঞ্জ আদালতে নিজে বাদী হয়ে সন্তান অপহরণের দায়ে স্বামী সুমন কাজীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় বাবা সুমন কাজীকে গ্রেপ্তার করে পুলিশ এবং শিশু কন্যাকে উদ্ধার করা হয়। 

মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজদীখান থানার এসআই অনিল চন্দ জানান, অপহরণ হওয়া শিশুটির মা আদালতে অপহরণের অভিযোগ দায়ের করলে আদালত থেকে সিরাজদিখান থানাকে এফআইআর হিসেবে গণ্য করার আদেশ দেন। এরপর থানায় মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু মাইশাকে উদ্ধার এবং অপহরণকারী সুমন কাজীকে গ্রেপ্তার করা হয়। আসামি ও উদ্ধার হওয়া শিশুটিকে যথাযথ নিয়ম অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত