নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ওই আদেশে বলা হয়, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
মডেল মেঘনা আলমকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো নিয়ে সমালোচনা শুরুর পরপরই রেজাউল মল্লিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠায় ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। এদিকে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘন।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ওই আদেশে বলা হয়, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
মডেল মেঘনা আলমকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো নিয়ে সমালোচনা শুরুর পরপরই রেজাউল মল্লিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠায় ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। এদিকে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘন।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে